en

আলোর প্রতিসরণ এবং আলোর ব্যতিচার কি?

উত্তর(১):- একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য আরেকটি স্বচ্ছ মাধ্যমে আলো প্রবেশ করলে উভয় মাধ্যমের বিভেদতলে এর দিক পরিবর্তিত হওয়ার ঘটনাই হল আলোর প্রতিসরণ। মূলত মাধ্যমগুলোর ঘনত্বের পার্থক্যের জন্যই আলোর প্রতিসরণ ঘটে থাকে।

আলোর ব্যাতিচার হল একই ধরণের কিংবা কাছাকাছি উৎস থেকে উৎপন্ন দুটি আলোক রশ্মি একটা আরেকটার উপর পড়ে নতুন রশ্মি তৈরি করার পর উক্ত রশ্মির হ্রাস বৃদ্ধি হওয়া। তবে আলোক রশ্মি দুটির মাত্রা অবশ্যই কাছাকাছি হতে হবে।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো